অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার পূর্ব ইলিশায় শালিস চলাকালে চাচাকে পিটিয়ে জখম করলো ভাতিজা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই মে ২০২২ রাত ১২:২৯

remove_red_eye

৩০৩

 জমির বিরোধকে কেন্দ্র করে শালিস চলাকালে ভাতিজা তার চাচাকে পিটিয়ে মারাতœক জখম করেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদের নিচতলায়।
জানাযায়, পূর্ব ইলিশা ইউনিয়নের পূর্ব গুপ্ত মুন্সি গ্রামের জমি নিয়ে আবুল কালাম সিকদার ওরফে বাগন আলীর সাথে মো: শাহে আলম তালুকদার জমি নিয়ে র্দীঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার  পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদে উভয় পক্ষের শালিস বৈঠক বসে। এ সময়  শালিস চলাকালে আবুল কালাম সিকদার ওরফে বাগন আলী উত্তেজিত হয়ে মো: শফি আমিনকে মারতে উদ্ধত হন। এক পযার্য়ে শালিসদার গণের সামনে আবুল কালাম সিকদার ওরফে বাগন আলী ক্ষমা চায়। এর পর আবার শালিস শুরু হলে পরিষদের নিচ তলায় মো: শাহে আলম তালুকদার পক্ষের চাচা ফোরকানের সাথে আবুল কালাম সিকদার ওরফে বাগন আলী পক্ষের ভাতিজা রুবেলের কথা কাটাকাটি হয়। এসময় ফোরকানকে রুবেল বেধরক পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।   এ ব্যাপারে রুবেলের মোবাইলে একাধিকবার ফোন করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।





আরও...