অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের দাবিতে ভোলায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই মে ২০২২ রাত ০৯:৫৭

remove_red_eye

৩২৯



 বাংলার কণ্ঠ প্রতিবেদক :  অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ভোলায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে  ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের হলরুমে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু।


ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা সড়ক ও জনপথ বিভাগের সাবেক চিপ ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ভোলা প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সেলিম জমাদ্দার প্রমূখ।


প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার টিপু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া মুক্তিযোদ্ধা সংসদ আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুসংগঠিত। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। কিন্তু দীর্ঘ দিন নির্বাচন না হওয়ায় ২০১৭ সাল থেকে মুক্তিযোদ্ধা সংসদ মূলত অকার্যকর হয়ে পড়েছে। কেন্দ্র থেকে শুরু করে উপজেলা পর্যায়ের প্রতিটি ইউনিট আজ অচল প্রায়। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলা পর্যায়েও মুক্তিযোদ্ধাদের জন্য পাকা ভবন করে দিয়েছেন। এই মুক্তিযোদ্ধা সংসদকে সক্রিয় করার জন্য অতিদ্রæত কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদসহ জেলা উপজেলা পর্যায়ের সকল ইউনিটের নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তিনি আরও জানান, মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের দাবিতে অচিরেই জাতীয় পর্যায়ে মুক্তিযোদ্ধা কামান্ডারদের নিয়ে বিশাল সমাবেশের আয়োজন করা হবে।


পরে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।






আরও...