অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ৫ জুয়ারিকে অর্থদন্ড


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মে ২০২২ রাত ১০:৩২

remove_red_eye

৩৫৪



এইচ আর সুমন  : ভোলা সদর উপজেলায় ৫ জুয়ারিকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার ( ৮ মে) সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমদ'র ভ্রাম্যমান আদালত প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা প্রদান করেন। এর আগে রবিবার দিবাগত রাতে উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের রাড়ীর হাট বাজারের পশ্চিমে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে থেকে জুয়া খেলার সময় তাদের আটক করে ভোলা সদর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়ার সামগ্রী তাস, নগদ ২ হাজার ৩২০ টাকা ও ৯ টি মোবাইল উদ্ধার করা হয়।জরিমানাকৃতরা হলো, মোঃ শরীফ(২৫), তপন কুমার(৩৫), সুজন দেবনাথ(৩০) সুমন ঘরামী (৩২), মোঃ ফরিদ (৪০)। তারা সবাই উত্তর দিঘলদী ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) আরমান হোসেন জানান,  ভোলা সদর মডেল থানার একদল চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ভোলার সদর থানার উত্তর দিঘলদী ইউনিয়নের রাড়ীর হাট বাজারের পশ্চিমে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে জুয়ার আসর থেকে ৫ জন জুয়াড়ি কে আটক করে ভোলা সদর মডেল থানা পুলিশ। পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রত্যেককে জরিমানা প্রদান করেন। জুয়ারিদের বিরুদ্ধে এইরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।









আরও...