অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার পৌর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলামের কুলখানি অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মে ২০২২ দুপুর ০১:৫৭

remove_red_eye

২৮৭

ভোলা শহরের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ও ভোলা প্রেসক্লাবের সভাপতি বাংলার কণ্ঠ পত্রিকার সম্পাদক মো: হাবিবুর রহমানে ভগ্নিপতি মোঃ রফিকুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৪৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ইন্তেকাল করেছেন। (ইন্নালি----রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা শুক্রবার (৬ মে) শহরের কালিনাথ রায়ের বাজারস্থ হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গনে জুময়ার নামাজ শেষে অনুষ্ঠিত হয়।

এসময় জানাজায় অংশ নেন বিশিষ্ট সমাজ সেবক, নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পতি নিজাম উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান ও ভোলা হাটখোলা জামে মসজিদে সভাপতি মোশারেফ হোসেন,জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, ভোলা প্রেসক্লাবের সভাপতি বাংলার কণ্ঠ পত্রিকার সম্পাদক মো: হাবিবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, ডা: আবদুল মালেক, পৌর কাউন্সিলর ইরফানুর রহমান মিথুন মোল্লা, হাটখোলা জামে মসজিদের সাধারণ সম্পাদক নুরুদ্দিন তালুকদারসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। 

পরে তাকে প্রেম রোডস্থ গোরস্তানে দাফন করা হয়। শনিবার আছর বাদ ভোলা হাটখোলা জামে মসজিদে মরহুমের আতœার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন, ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।





আরও...