অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০১৯ দুপুর ০১:৫৫

remove_red_eye

৫১৫

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলার চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় সদর উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক মাহামুদুর রহমান। এসময় বক্তারা বলেন, ভোলা জেলার নদী মাছে সমৃদ্ধিশালী। মাছের উপর জীর্বিকা নির্বাহ করে বেঁচে আছে প্রায় সাড়ে ৩ লাখ জেলে। কিন্তু পুকুরে এখন সমৃদ্ধিশালী হয়নি। এ জেলার পুকুরে যদি ব্যাপক ভাবে মাছ চাষ করা যেত তাহলে সব দিক থেকে মাছে সমৃদ্ধিশালী জেলা হতো। তারা আরো বলেন, বর্তমান সরকার মাছ চাষের উপর ব্যাপক গুরুপ্ত দিয়েছে। আগামী কয়েক বছর পর ভোলা জেলা মাছে সমৃদ্ধিশালী জেলায় রুপান্তরিত হবে।