অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাসনে জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালী আলোচনা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০১৯ রাত ০৮:২৪

remove_red_eye

৫৪২

চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাসনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা চত্তর থেকে র‌্যালী বের হয়ে চরফ্যাসন সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তন কক্ষে আলোচনা সভায় সমবেতম হয়। উপজেলা মৎস্য সম্পদ অধিদপ্তর আয়োজনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো, রুহুল আমিন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান জায়নাল আবেদিন আখন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, ।এছাড়া ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা মৎস্যজিবীলীগ সভাপতি সফিউল্লাহ পালোয়ান, সাধারন সম্পাদক মফিজুর রহমান, অফিস সহকারী মুহাম্মদ আবাস উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, সপ্তাহব্যাপী কর্মসূচীর মধ্যে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শনী, মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন স্কুল কলেজে মৎস্য চাষ বিষয়ে আলোচনা ও প্রামান্যচিত্র প্রদর্শন, হাটবাজার ও জনবহুল স্থানে মৎস্যচাষ বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা ও ভিডিও প্রামান্যচিত্র প্রদর্শন এবং সপ্তাহের শেষদিনে পুরস্কার বিতরনী সভার আয়োজন করা হবে। সভায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা ও মৎস্যজিবীলীগের নেতাকর্মিরাসহ মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।