অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বাংলার কণ্ঠের সংবাদ প্রচারের পর তজুমদ্দিনে সেই চান মিয়াকে খাদ্য সামগ্রী ও অর্থ দিলেন ইউএনও


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২২ ভোর ০৪:১০

remove_red_eye

৩১৬

 গত বুধবার (২৭ এপ্রিল)  ও ভোলার থেকে প্রকাশিক ‘দৈনিক বাংলার কণ্ঠে’ গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোলার তজুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাহারকান্দি গ্রামের মোঃ চান মিয়া নামে এক রিক্সা চালক পরিবারের অসহায়ত্ব নিয়ে সংবাদ প্রচারের পর সেই চান মিয়ার বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলেন ভোলার তজুমদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মরিয়ম বেগম। এসময় তিনি চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর পাশাপাশি চান মিয়ার মেয়েদের ঈদে নতুন পোশাকের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা তুলে দেন চান মিয়ার হাতে। এছাড়াও জাগো নিউজে সংবাদ প্রচারের পর চট্টগ্রামের এক ব্যক্তি তজুমদ্দিন উপজেলার নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করে চান মিয়ার সাথে ফোনে কথা বলে ইউএনওর উপস্থিতিতে চান মিয়ার মোবাইল নাম্বারে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা দেন।


গতকাল শুক্রবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাহারকান্দি গ্রামের চাঁন মিয়ার বাড়িতে গিয়ে এসব বিতরণ করেন ইউএনও।
তজুমদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মরিয়ম বেগম তথ্য নিশ্চিত করেন জানান, চাঁন মিয়ার কষ্টের কাহিনী নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের মাধ্যমে জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে খাদ্য সামগ্রী ও ঈদ উপলক্ষে চান মিয়ার মেয়েদের জন্য ৫ হাজার টাকা দেওয়া হয়। এছাড়াও এক ব্যক্তি চান মিয়াকে সাহায্য করার জন্য তার সাথে যোগাযোগ করেন। পরে তিনি চান মিয়ার বাড়িতে গিয়ে ওই ব্যক্তির সাথে চান মিয়ার সাথে ফোবাইলে কথা বলিয়ে দেয়। এরপর ওই ব্যক্তি চান মিয়ার ব্যবহৃত মোবাইল নাম্বারের বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা পাঠান।


তিনি আরো জানান, চাঁন মিয়ার যাতে কারো সাহায্যের জন্য অপেক্ষা করতে না হয় জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া চেষ্টা করবো।
এদিকে খাদ্য সামগ্রী ও নগত অর্থ পেয়ে খুশি চান মিয়া ও তার স্ত্রী ইয়ানুর বেগম। তারা জানান, আমাকে নিয়ে সংবাদ প্রচারের পর ইউএনও ম্যাডাম আমাদের বাড়ি এসে খাদ্য ও ঈদে বাচ্চাদের জন্য নতুন পোশাক কেনার জন্য টাকা দিয়েছে। এছাড়াও চট্টগ্রামের এক ব্যক্তিও আমাদের ৫ হাজার টাকা পাঠিয়েছে। আমরা অনেক খুশি। আল্লাহ্ কাছে সাবইর জন্য আমরা দোয়া করি।