অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বাংলাদেশকে পরের ধাপে নিতে চান সোহান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৪৯

remove_red_eye

৩৬৫

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে নুরুল হাসান সোহানের সময়টা দারুণ কেটেছে। প্রথমবারের মতো ঐতিহ্যবাহী এই লিগের শিরোপা জিতেছে শেখ জামাল, আর তাতে বড় অবদান উইকেটরক্ষক ব্যাটসম্যানের।

বেশ কয়েকটি কঠিন ম্যাচ সোহানের ব্যাটে চড়ে শেষ হাসি হেসেছে ধানমন্ডির ক্লাবটি। ফিনিশিংয়ে দুর্দান্ত দক্ষতা দেখানো সোহান বাংলাদেশ দলে এমন খেলে জয়ে ভূমিকা রাখতে চান। লাল সবুজের দলকে নিয়ে যেতে চান পরের ধাপে।

 

সোহান বলেন, ‘অনেক বড় আশা, বাংলাদেশ দলকে অনেক বড় জায়গায় দেখতে চাই। সিনিয়র যারা ছিল- মাশরাফি ভাই, মুশফিক ভাই, সাকিব ভাই, রিয়াদ ভাই, তামিম ভাইয়েরা একটা জায়গায় বাংলাদেশ দলকে নিয়ে গেছে। আমাদের লক্ষ্য থাকবে, আমরা যেন পরের ধাপে নিয়ে যেতে পারি। অবশ্যই বাংলাদেশের হয়ে অনেক বড় কিছু করার আশা।’

ডিপিএলে ৮ ম্যাচে সোহানের ব্যাট থেকে এসেছে ৪৮৩ রান। গড় ৯৬.৬০। সর্বোচ্চ অপরাজিত ১৩২। সেঞ্চুরি ১টি ফিফটি ৪টি। তার মধ্যে ৫টি ম্যাচেই সোহান পরিস্থিতির দাবি মিটিয়ে দলকে খাদের কিনারা থেকে হাসিয়েছেন।

নিজেকের এই অবস্থা পর্যন্ত নিয়ে আসার জন্য অনেকে খেটেছেন সোহান। ফিনিশিংয়ে অগ্রণী ভূমিকা রাখার জন্য সদা প্রস্তুত এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

 

তিনি বলেন, ‘গত দুই বছর ধরে অনেক বেশি পরিশ্রম করছি। যেহেতু মিডল অর্ডারে ব্যাটিং করি, সব সময়ই লক্ষ্য থাকে যেন ফিনিশ করে আসতে পারি। দুই বছর ধরে ঘরোয়া লিগে যেভাবে খেলছি অবশ্যই আশা থাকবে। হয়তো কম্বিনেশনের জন্য জাতীয় দলে অনেক সময় সুযোগ আসে না। যদি সেটা আসে তাহলে দলের জয়ের যেন অবদান রাখতে পারি, এভাবে খেলতে পারি এটাই আশা থাকবে।’

সোহান নিজেকে ভেঙেছেন, গড়েছেন; এনেছেন যথাযথ পরিবর্তন। ২২ গজে পরিস্থিতি অনুযায়ী খেলার জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছেন। এ জন্য মনোবিদের সঙ্গে ক্লাসও করেছেন। সেটা দেখা গেছে মাঠের খেলাতেও। দলের ব্যাটসম্যানরা যখন আসা যাওয়ার মিছিলে তখন সোহান ছিলেন শান্ত, অবিচল।

এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, ‘আমার কাছে মনে হয়, আধুনিক ক্রিকেটে পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ। সব সময় নিজের পরিবর্তন আনার চেষ্টা করছি। আরো যে দুর্বলতা আছে, সেগুলো নিয়েও কাজ করব।’

 

তিনি আরো বলেন, ‘আর শান্ত থাকার যে কথা বলছিলেন, এখন স্কিলের চেয়ে মানসিকভাবে দৃঢ় থাকা এবং মানসিকভাবে ফিট এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো নিয়েও কাজ করছি।