অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


শিবপুরে অসহায়দের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২২ সকাল ১০:৫১

remove_red_eye

৩৭৯

 পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভোলায় প্রায় ৮শ অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ চাল বিতরণ করা হয়।
এসময় চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিবপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন। এছাড়াও ইউপি সচিব মোঃ রিয়াজ উদ্দিন, ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ সময় শিবপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় গরীব অসহায়দের জন্য নিরালশ ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জেলে, কামার, কুমার, তাতি,ধনী ও গরীব কারো মধ্যে কোনো ভেধাবেধ রাখেন না । সকলকে এক ভাবে দেখেন এবং সকল নাগরিকের ভাগ্যন্নোয়নের জন্য কাজ করেন। আমরা মাত্র তার একজন কর্মী হিসাবে জনগনের দোরগোরায় আওয়ামীলীগের উন্নয়নের চিত্র তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি।





আরও...