অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২২ সকাল ১০:৩৮

remove_red_eye

৭৭৫

 ভোলার বোরহানউদ্দিনে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ এপ্রিল) ভোর ৬ টার দিকে উপজেলার কুতুবা ইউনিয়নের কুতুবা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাঈম (১৯) ওই গ্রামের ফরাজী বাড়ির মো.বিল্লাল
হোসেনের ছেলে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন ফকির ঘটনার সত্যতা
নিশ্চিত করে জানান, ভোর ৬ টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নাঈমের
ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নাঈম তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে
আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। কী কারণে আতœহত্যা
করেছে তা এখনই বলা যাচ্ছেনা।

ওসি আরও জানান, নাঈমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর
হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটির সুষ্ঠু তদন্ত চলছে।