অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় নারী ও শিশুর প্রতি সহিংসতা নির্যাতন রোধে মতবিনিময়


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২২ সকাল ১০:২৭

remove_red_eye

২৯৮

 ভোলায় নারীর ও শিশুর প্রতি সহিংসতা  ও নির্যাতন রোধে মঙ্গলবার মতবিনিময় সভার পাশাপাশি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদারের সভাপতিত্বে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্যে রাখেন, ন্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিব আহমেদ,  অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ,  প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান,  উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সমাজসেবা বিভাগের উপপরিচালক নজরুল ইসলাম,  মহিলা অধিদপ্তরের উপপরিচালক ইকবাল হোসেন, সাবেক প্রধান শিক্ষক অসীম সাহা,  প্রেস সম্পাদক অমিতাভ অপু,  জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ  আক্তার হোসেন,  প্লান ইন্টার ন্যাশনাল এর কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,  আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মোবাশ্বের নাঈম, সাংবাদিক আদিল হোসেন তপু,  হিন্দু বিয়ে রেজিস্ট্রার দুলাল চন্দ্র। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিল্পী তালহা তালুকদার বাঁধন।  অনুষ্ঠানে বিয়ে রেজিস্ট্রার,  শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ও সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





আরও...