অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরায় অসহায় ৬০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা বিতরণ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২২ ভোর ০৪:১৬

remove_red_eye

৩৫০

 ভোলার মনপুরায় দুই ইউনিয়নে নদী ভাঙ্গনে নিঃস্ব ৬০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুর্নবাসন সহায়তার আওতায় অনুদানের চেক হস্তান্তর করা হয়। এর মধ্যে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনয়নে ক্ষতিগ্রস্থ ৩০ পরিবার ও দক্ষিণ সাকুচয়া ইউনিয়নে ৩০ পরিবার। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা হলরুমে এই চেক বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও  আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী , উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, অফিসার ইনচার্জ ওসি মোঃ সাইদ আহমেদ, উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, ২নং হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি প্রমুখ।