বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২২ রাত ১২:২২
৩৬২
বাংলার কণ্ঠ ডেস্ক : ভিডিও কনফারেন্সে সারাদেশের ন্যায় ভোলায় ৭০১ ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে পাকা ঘর বিতরণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের ঈদে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নতুন পাকা বাড়ি পেয়ে বাঁধভাঙা উচ্ছ¡াস বইছে ভোলার ৭০১ পরিবারের মাঝে।
মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলা হল রুমে ক শ্রেণীর পর্যায়ে ৪০টি ঘরের কাজ সম্পন্ন করে তালিকাভুক্ত পরিবারকে জমিসহ ঘরে রেজিস্ট্রার দলিল, নামজারির কাগজসহ ঘরের চাবি গৃহহীন পরিবারের কাছে বুঝিয়ে দেন ভোলার জেলা প্রশাসক মো.তৌফিক-ই-লাহী চৌধুরী। এছাড়াও জেলার আরো ৬ উপজেলায় একই সাথে উপকার ভোগীদের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাগন ।
এসময় জেলা প্রশাসক মো.তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, মুজিব বর্ষ উপলক্ষ্যে ভোলা সদর উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ২০২২ টি ঘর বরাদ্দ করা হয়েছে।এরই মধ্যে জেলায় ৭০১টি ঘর নির্মাণ কাজ শেষে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরে আমরা বন্টন করেছি। পর্যায় ক্রমে বরাদ্দকৃত অন্য ঘরও ভূমিহীন ও হতদরিদ্রদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া আগামী জুনের মধ্যে বরাদ্দকৃত অবশিষ্ট ঘর উপকার ভোগীদের মাঝে স্থানান্তর করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো.ফরহাদ সরদার, জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুর কাদের মজনু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. মোঃ আলী সুজা প্রমুখ। উল্লেখ্য, প্রতিটি ঘরের সঙ্গে রয়েছে বিদ্যুৎ, সুপেয় পানি, রান্নাঘর ও টয়লেটের ব্যবস্থা। তৃতীয় পর্যায়ে প্রতিটি ঘর নির্মাণে ব্যায় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।
মনপুরা প্রতিনিধি জানান : প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে থাকি,আর আমাদের কোন কষ্ট হবেনা। অগে খুব কষ্টে ছিলাম। বর্ষায় বৃষ্টির পানিতে খুব কষ্ট করেছি। এখন খুব আরামে থাকবো। ঘর পেয়ে আমরা খুব খুশি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা নামাজ পড়ে দোয়া করবো শেখ হাসিনার জন্য । আমাগোরে বিনা পয়সায় জমি ও সুন্দর ঘর করে দিছেন প্রধানমন্ত্রী। এখন আমাদের আর কোন চিন্তা নাই ।
মঙ্গলবার জমি ও গৃহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাঈদ আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, হাজির হাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদারসহ সরকারী দাপ্তরিক প্রধানগন, সাংবাদিক ,স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রধানমন্ত্রীর উপহার ঘরের দলিল ও জমি পেয়ে খুব খুশি ভ্যানগাড়ী চালক আব্দুর রহমান। আগে অন্যের বাড়ীতে থাকতেন। এখন প্রধানমন্ত্রীর উপহার ঘরে থাকবেন। ঘরের চাবি হাতে পেয়ে খুব খুশি গৃহহীন পরিবার।
স্মামী পরিত্যাক্তা শিল্পী বেগম ঘর ও জমির দলিল বুঝিয়ে পেয়ে খুব খুশি। ঘর পেয়ে চোখে মুখে খুশির ঝিলিক দেখা যায়। জানতে চাইলে দুহাত উঠিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন। বলেন, টাকা পয়সার অভাবে এতদিন ঘর করতে পারিনি। বর্ষা ও শীতে অনেক কষ্ট করেছি। এখন প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে থাকবো আর আমাদের কোন কষ্ট হবেনা।
উপজেলার হাজির হাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের হালিমা বেগম ঘর ও জমির দলিল পেয়ে আননন্দিত। হাঁস,মুরগী পালন করে কোন মতে অভাবের সংসাার চালাতেন । ঘর পেয়ে খুব খুশি তিনি। এখন ৩ ছেলেকে নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে থাকব। আর আমাদের কষ্ট হবেনা ।
প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে খুব খুশি ৬০ বছর বয়সী মিনারা বেগম,সুরমা বেগম। প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে আনন্দিত। চোখে মুখে শুধু হাসির ঝিলিক। ঘর পেয়ে আবেগ আপ্লুত কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার কেউ নেই। সরকার আমাকে একটা ঘর দিয়েছে। আমি নামাজ পড়ে দোয়া করি। এখন আমার কোন চিন্তা নাই। শেখ হাসিনা আমাগোরে মাথা গোজার ঠাই করে দিয়েছেন। আল্লাহ শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখুক।
আশ্রয়ন প্রকল্পে নির্মিত প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে খুব খুশি রিকসা চালক মোঃ নুর আলম। আজ আমরা প্রধানমন্ত্রীর উপহারের ঘরে থাকব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের জন্য বিনা মূল্যে ঘর করে দিয়েছেন। আজ আমরা বউ বাচ্চা নিয়ে নিরাপদে থাকব। আমাদের কোন কষ্ট হবেনা। আমরা খুব খুশি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা বলেন, তৃতীয় ধাপের আশ্রয়ন প্রকল্পের ১৪০ টি প্রধানমুন্ত্রীর উপহার ঘর নির্মানের কাজ শেষ করেছি। আজ প্রধনমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্ভোধনের পর উপকারভোগীদের মধ্যে জমির দলিলসহ ঘর হস্তান্তর করছি। প্রতি পরিবারের জন্য ২ শতাংশ খাস জমির কবুলত রেজিঃ করে ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। উপকারভোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ঘরগুলো হস্তান্তর করা হয়েছে। এখন বরাদ্ধপ্রাপ্ত উপকারভোগীরা ঘরে বসবাস করছেন। ঘর পেয়ে খুব হাসি-খুশি উপকারভোগীরা।
লালমোহন প্রতিনিধি জানান : দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষনা দিয়েছেন তারই ধারাবাহিকতায় ভোলার লালমোহনে তৃতীয় ধাপে নতুন ঘর ও জমি পেল ২৬০ গৃহ ও ভ‚মিহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সারা দেশে ৩৩ হাজার পরিবারের মধ্যে গৃহহীন, ভুমিহীন এসব পরিবারকে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
আশ্রায়ন ২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তৃতীয় পর্যায়ের জমিসহ গৃহ প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে সকাল ৯.৩০টায় আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাছুমা বেগম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহুরুল ইসলাম হাওলাদার, উপজেলা প্রকৌশলী বেল্লাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ প্রমূখ।আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সে ঘর প্রদান উদ্বোধন করার পর লালমোহনে ২৬০ গৃহ ও ভ‚মিহীন পরিবারের মধ্যে ঘরের চাবি ও দলিল বিতরণ করা হয়।
দৌলতখান প্রতিনিধি জানান, মুজিববর্ষ ও ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী'র উপহার হিসেবে দৌলতখানে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় পর্যায়ের উপজেলায় নির্মিত ২৩১টি ঘরের মধ্যে ১৭টি ঘরের জমি, দলীল ও ঘরের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক যোগে হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
দুই কক্ষ বিশিষ্ট ঘরের সঙ্গে একটি রান্নাঘর, একটি সংযুক্ত টয়লেট ও ব্যবহারের জন্য প্রয়োজনীয় জায়গা রাখা হয়েছে। পাকা ঘরের দুই শতক জমির মালিকানাও পেয়েছেন উপকারভোগী ব্যক্তিরা।
দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদের'র সভাপতিত্বে অনুষ্ঠানে টেলি-কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান সহ রাজনৈতিক ব্যক্তি ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে এমপি মুকুল বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী সারাদেশের মতো দৌলতখান উপজেলায় তৃতীয় পর্যায়ে ২৩১টি অসহায়, দরিদ্র, ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যাক্তাদের ঘর উপহার দিয়েছেন। তিনি আরও বলেন, ‘ ঘরগুলো নির্মাণে প্রশাসন উন্নতমানের সামগ্রী ব্যবহার করে এসব ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে। উপকারভোগীরা কোনো প্রকার সমস্যা ছাড়াই অনেক বছর ধরে এসব ঘরে বসবাস করতে পারবেন।
বোরহানউদ্দিন প্রতিনিধি জানান, ভোলার বোরহানউদ্দিনে পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৪৪ টি ভ‚মি ও গৃহহীন পরিবার ঘর পেয়েছেন। মঙ্গলবার সকাল এগারোটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৩২ হাজার ৪০৯ টি পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপর বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে গৃহহীনদের হাতে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। উপজেলার কুতুবা ইউনিয়নের ছাগলা গ্রামে ৩০ টি, কাচিয়া ইউনিয়নের পদ্মমনসা গ্রামে ১৪ টি গৃহহীন পরিবারকে ঘর ও দলিল বুঝিয়ে দেয়া হয়।
হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলঅ চেয়ারম্যান মো. আবুল কালাম, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন,ওসি মো. শাহীন ফকির,যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, আ‘লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, বিআরডিবি‘র চেয়ারম্যান জসিমউদ্দিন, মুক্তিযোদ্ধা প্রমুখ।
ওই সময় মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন।
ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরনের অভিযোগে বিজেপি অফিস ভাঙচুর
ভোলায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান মাইনুল আলমের ইন্তেকাল
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতা গ্রেফতার
ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
ভোলা-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি : তারেক রহমান
নির্বাচনে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে : আইজিপি
যথাযোগ্য মর্যাদায় বিজিবি দিবস উদযাপিত
দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান
আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক