অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মোনাজাত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২২ রাত ১২:২১

remove_red_eye

৩৩৯




এম ছিদ্দিকুল্লাহ : ভোলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক ই লাহী চৌধুরী, ভোলা জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক, ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নূরুল আলম মোঃ নিপু, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক, সিভিল সার্জন ডাঃ কেএম  শফিকুজ্জান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা নির্বাহী  মোহাম্মদ তৌহিদুল ইসলাম,  ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম. হাবিবুর রহমান, ভোলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল,  ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: হাসানুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী শরীফ উদ্দিন আহমেদ, প্রেসক্লাব সাবেক সভাপতি আবু তাহের, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুকুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ,  ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো: শফিকুল ইসলাম,সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার,  আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, জেলা আওয়ামী লীগের ত্রান ও পূনবাসন সম্পাদক জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো: শফিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার  সৈয়দ সফিকুল হক, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, বিজেপির সাধারণ সম্পাদক মো: মোতাছিম বিল্লাহ, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী শারমিন জাহান শ্যামলী,সিনিয়র সাংবাদিক ইত্তেফাক  প্রতিনিধি আহাদ চৌধুরী তুহীন, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি নজরুল হক অনু, প্রেসক্লাব সাবেক কোষাধক্ষ মোকাম্মেল  হক  মিলন, ভোলা দর্পনের সম্পাদক মো: মোতাছিন বিল্লাহ, প্রেসক্লাব সহসভাপতি জুন্নু রায়হান, জনকন্ঠ ও মাছরাঙা প্রতিনিধি হাসিব রহমান ,  এসএটিভি প্রতিনিধি সাহাদাত হোসেন শাহীন,  সময় টিভির ষ্টাফ রির্পোটার নাসির লিটন, ৭১টিভি প্রতিনিধি কামরুল ইসলাম,  ভোলা বাণী সম্পাদক মাকসুদুর রহমান, এটিএন বাংলার প্রতিনিধি ছিদ্দিকুল্লাহ, একুশে টিভির মেজবাহউদ্দিন শিপু, বাসসের ষ্টাফ রির্পোটার হাসনাইন আহমেদ মুন্না, বৈশাখী টিভি প্রতিনিধি হোসাইন সাদী, মোহনা টিভির প্রতিনিধি জসিম রানা, এটিএন নিউজের প্রতিনিধি ও জাগো বাঙ্গালীর সম্পাদক রাশেদ হোসেন রুবেল, ভোরের কাগজের প্রতিনিধি মো: নাহিদ,দেশ টিভির ছোটন সাহা,ডিবিসির অচিন্ত্য মজুমদার, চ্যানেল টুয়ান্টি ফোরের আদিল হোসেন তপু, দীপ্ত টিভির প্রতিনিধি আবিদুল আলম, কালবেলা প্রতিনিধি মো: মনিরুল ইসলাম, আমাদের অর্থনীতির প্রতিনিধি মশিউর রহমান পিংকু,বিটিভি  প্রতিনিধি তৈয়বুর রহমান, সাংবাদিক সোলাইমান,বোরহানউদ্দিন উপজেলায় প্রেসক্লাব মোঃ মনিরুল ইসলাম, সম্পাদক আব্দুল মালেক, দৌলতখান উপজেলা প্রেসক্লাব সম্পাদক মোঃ মেহেদী হাসান শরীফসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা। এ ছাড়াও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,সাংস্কৃতিক কর্মী ও ক্যামেরাপার্সনসহ বিভিন্ন  সংস্থার প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানিয়ে  শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি তামিম। এসময় সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের সুস্বাস্থ্য কামনাসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে।  অনুষ্ঠান সঞ্চালনা করেন তালহা তালুকদার বাধন।










আরও...