অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলার দৌলতখানে যুব ঐক্য পরিষদের কমিটি গঠন


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২২ ভোর ০৫:২৪

remove_red_eye

৩৯০

 ভোলার দৌলতখান উপজেলা যুব ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে আবীর প্রসাদ ঘোষকে আহবায়ক এবং সুজিত চন্দ্র দেবনাথকে সদস্য সচিব করে ২১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক লক্ষন চন্দ্র বর্নিক ও সদস্য চন্দ্র শেখর দে (আপন) এ কমিটির অনুমোদন দিয়েছেন।


কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক হিমাদ্রি কর্মকার, দিপক কর্মকার, সমরঞ্জিত চন্দ্র ঘরামি, সজিব হাওলাদার, সজল চন্দ্র ঘরামি, সদস্য সঞ্জয় রায়, মলয় ঘোষ, বিটল সিং, প্রদীপ চন্দ্র পাল, কৃষক দে, বিপুল পেদ্দার, সুব্রত মাঝি, তপন চন্দ্র দে, অজিত কর্মকার, সজিব কর্মকার, পার্থ মজুমদার, প্রশান্ত বেপারি, রথীন চন্দ্র দেবনাথ। জেলা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।


এতে উপস্তিত ছিলেন, ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দি, সদস্য সচিব ধ্রুব হাওলাদার, নির্বাহী সদস্য শিবু কর্মকার, বীরমুক্তিযোদ্ধা গোপাল সাহা, জেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক কমিটির সদস্য লক্ষণ দাস সহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত ২৪ এপ্রিল এ কমিটির অনুমোদন হয়।
এদিকে নব নির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।