অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় উৎসব মুখর পরিবেশে ৩ দিনের মৎস্য মেলা শুরু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জুলাই ২০১৯ রাত ১০:২৩

remove_red_eye

৬৫৮

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় উৎসবমুখর পরিবেশে শুক্রবার থেকে তিন দিনের মৎস্য মেলা শুরু হয়েছে। বিকালে সদর উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক) মাহামুদুর রহমান । এ সময় এ সময় জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহামুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান প্রমুখ । মেলায় ১৫টি স্টল অংশ নেয়। এতে মাছের উৎপাদন বৃদ্ধিতে প্রজেক্ট উপস্থাপন করা হয়। জেলায় মাছের উৎপাদনের লক্ষ্যমাত্র ধরা হয়েছে ৪ লাখ ৮৬৭ মেট্রিক টন। দেশে নদীতে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫ লাখ ৫ হাজার ৫৭৯ মেট্রিক টন। ইলিশ উৎপাদন হচ্ছে নদী থেকে ৫৫ হাজার ৫৭৯ মেট্রিক টন, সমুদ্র থেকে ৭৫ হাজার ৩১৩ মেট্রিক টন। জেলায় মোট ইলিশ উৎপাদন হচ্ছে ১ লাখ ৩০ হাজার ৮৯২ মেট্রিক টন।