অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় অস্ত্রসহ দুই যুবক আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৫৮

remove_red_eye

৩২১

অচিন্ত্য মজুমদার II ভোলার ইলিশা ইউনিয়নের চর পক্ষিয়া গ্রাম থেকে একটি পাইপগান ও এক রাউন্ড তাজা গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল তাদের আটক করে। আটক যুবকরা হলেন- রিয়াজ ও জুয়েল। তাদের বাড়ি ভোলা সংলগ্ন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মাঝকাজি গ্রামে।


ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, রাতে চর পক্ষিয়া গ্রামে অস্ত্র নিয়ে দু’জনকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাদের অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের সেখান থেকে আটক করে। তিনি আরো জানান, ওই এলাকার শিয়ালী ও ফকির গংদের মধ্যে গত কয়েকদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। ওই দুই গ্রæপের যে কোনো একটি গ্রæপ অস্ত্রধারী এ দু’জনকে ভাড়া করে এনেছিল বলে পুলিশের ধারণা। তবে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে বলেও জানান তিনি।





আরও...