অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে মিথ্যা অপবাদের বিরুদ্ধে স্কুল ছাত্রীর পরিবারের সংবাদ সম্মেলন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে জুলাই ২০১৯ রাত ১১:০০

remove_red_eye

৪৪১

লালমোহন প্রতিনিধি || ভোলার লালমোহনে মিথ্যা অপবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীর পরিবার। সোমবার রাতে লালমোহন প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন করেন ওই স্কুল ছাত্রীর পরিবার।
এসময় লিখিত বক্তব্যে ওই ছাত্রীর বাবা ফারুক বলেন, আমার মেয়ে করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। গত রবিবার স্কুলে দেড়ি করে আসার কারণে তার শিক্ষক মেজবাহ উদ্দিন মঞ্জু রেগে গিয়ে চর থাপ্পর দেন। এতে সে ব্যথা পেয়ে বাড়িতে চলে যায়। পরে বিষয়টি তার দাদী ও ভাবীকে জানায়। তারা আমার মেয়েকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির কাছে নিয়ে যায়। পরে মঞ্জু স্যার আমাদের কাছে দু:খ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, তবে এ ঘটনাটিকে স্যারের সাথে অন্য লোকদের ব্যক্তিগত শত্রæতা থাকার কারণে একটি মহল ভিন্নভাবে অপপ্রচার চালিয়ে ঘটনাটিকে ভিন্নখাতে নিয়ে আমার পরিবারের মান-সম্মান নষ্ট করার চেষ্টা করছে। এবং আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিয়ে বিভ্রান্তি ছড়ায়। তাই আমি সাংবাদিকদের মাধ্যমে এই অপবাদের প্রতিকার চাই। সংবাদ সম্মেলনে এসময় ছাত্রীর মা ও ছাত্রী উপস্থিত ছিলেন।