অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় যুব রেড ক্রিসেন্টের আয়োজনে ইফতার ও দোয়া মোনাজাত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৩০

remove_red_eye

৩৩২

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা  জেলা ইউনিট এর যুব রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। শুক্রবার (২২ এপ্রিল) শহরের কুইন আইল্যান্ড রেস্টুরেন্ট অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারী মো: আজিজুল ইসলাম।   


ভোলা যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান আদিল হোসেন তপুর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজ এর উদ্ভিদ বিভাগীয় প্রধান  মো: জামাল উদ্দীন,ভোলা প্রেস ক্লাব এর সম্পাদক অমিতাভ অপু,যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান আরাফাতুর রহমান রাহাত,আব্দুর রাজ্জাক,রাশেদুল আমিন,সিনিয়র আরসিওআই মো: জাহাঙ্গির, যুব টিভির স্টাফ রিপোর্টার এইচ এম জাকির, মাইটিভির জেলা প্রতিনিধি আরিফ হোসেন লিটন সহ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সদস্যরা উপস্থিত ছিলেন।


এসময় বক্তরা বলেন, আত্ম মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি সব সময় নিজেদের উজাড় করে কাজ করে থাকেন। বিশেষ করে দুর্যোগকালে  উপকূলের মানুষের পাশে থেকে নিরাপথে রাখার জন্য  সর্বদা কাজ করে যাচ্ছেন।করোনাকালে রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবকদের ভূমিকা ছিলো অত্যন্ত প্রশংসনীয়। তাই রেড ক্রিসেন্ট সোসাইটির  ভলেন্টিয়ার দের  সূর্য সন্তা হিসাবে আখ্যায়িত করেন বক্তারা।  এসময় তারা আত্ম মানবতার সেবায় আরো শৃঙ্খলার সাথে কাজ করার জন্য আহবান জানান।


 
 





আরও...