অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানে জমির বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২২ ভোর ০৪:২৬

remove_red_eye

৩৩৮

 ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার। শুক্রবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোটধলী গ্রামের আসকর  পাটোয়ারী বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী আব্দুল মালেক বলেন,  ওই ইউনিয়নের চরশুভী গ্রামের  প্রতিপক্ষ ফরমুজল গংদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে মিথ্যা, বানোয়াট ঘটনা উল্লেখ করে প্রতিপক্ষ ফরমুজল গংরা  দৌলতখান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে । মামলা নং- সি আর ৭৭/২০১৩। মামলাটি আদালতে বিচারাধীন।  সংবাদ সম্মেলনে ভূক্তভোগী আব্দুল মালেক ঘটনার পুনরায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবী করেন।