অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানে শিশুর মরদেহ উদ্ধার হাসপাতালে ভর্তি মা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২২ ভোর ০৪:১৭

remove_red_eye

৩২৮

 ভোলার দৌলতখান উপজেলা চর খলিফা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড থেকে বৃহস্পতিবার ২১ এপ্রিল দিবাগত রাত ১২ টার দিকে মো. শাকিল নামে ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে দৌলতখান থানা পুলিশ। সেই সাথে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে শিশুটির মা রুনু বেগমকে। বর্তমানে রুনু বেগম ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ জানিয়েছে রুনু বেগমের এখনও জ্ঞান ফেরেনি।
শুক্রবার (২২ এপ্রিল) দুপুর ২ টার দিকে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


নিহত শাকিল ওই ওয়ার্ডের আল-আমীন ও রুনু বেগম দম্পতির প্রথম সন্তান। আল-আমীন পেশায় রাজমিস্ত্রী। ঘটনার দিন তিনি ফেনীতে তাঁর কর্মস্থলে ছিলেন। খবর পেয়ে শুক্রবার সকালে তিনি ভোলায় এসেছেন।

দৌলতখান থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে স্থানীয়রা দৌলতখান থানায় ফোন করে বিষয়টি পুলিশকে অবগত করে। পরে পুলিশ গিয়ে আল-আমীনের ঘর থেকে শিশু শাকিলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। এবং সেই সাথে শিশুটির মা রুনু বেগম অজ্ঞান থাকায় তাকেও উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও রুনু বেগমের জ্ঞান ফেরেনি বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, স্থানীয়দের কাছ থেকে শুনতে পেয়েছেন শিশুটি ও তাঁর মা মানসিক ভারসাম্যহীন এবং সাইক্লো রোগে আক্রান্ত ছিলেন। তবে শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে ও শিশুটির মায়ের জ্ঞান ফিরে এলে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে বলে জানায় পুলিশ।