অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ২০০ বছরের পুরনো মন্দিরে ৫৪ তম মহানাম যজ্ঞানুষ্ঠানে ভক্ত-দর্শনাথীদের ঢল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২২ ভোর ০৫:৩৭

remove_red_eye

৩৮৬

 ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ভোলায় চলছে ৩ দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান। গত ২০ এপ্রিল সদর উপজেলার পৌরবাপ্তা শ্রী শ্রী সর্বতীর্থ ধাম মন্দিরে এ অনুষ্ঠান শুরু হয়েছে। এ অনুষ্ঠান চলবে আগামী কাল ২২ এপ্রিল পর্যন্ত।অনুষ্ঠানের প্রথম দিন থেকেই  ভক্ত ও দর্শনার্থীদের ঢল নেমেছে। দূর-দূরান্ত থেকে আসছেন অসংখ্য দর্শনার্থী। জেলার বাইরে থেকেও বহু ভক্ত ভীড় জমাচ্ছেন। গোটা মন্দির প্রঙ্গনটি যেন ভক্তদের এক মিলন মেলায় পরিণত হয়েছে।


২৪ প্রহর ব্যাপী নাম যজ্ঞের এ উৎসবকে ঘিরে মন্দিরকে সাজানো হয়েছে অপরূপ সাজে। মনোমুগ্ধকর গেইট, সাজ-সজ্জা ও লাইটিং করা হয়েছে পুরো মন্দির জুড়ে। এছাড়াও মন্দিরের পাশে বৃন্দাবন, মালাচক্র স্থাপন করা হয়েছে। এছাড়াও রয়েছে সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি যুগের নির্দশন স্বরূপ ১০৮ টি অবতার। ভক্তদের জন্য দুই বেলা মহাপ্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শতাধিক স্বেচ্চাসেবক কাজ করছেন।


মন্দিরে আসা দর্শনার্থী লক্ষ্মণ চন্দ্র দাস, কনিকা রানী মজুমদার, রুপা দে, তমা রানী দে,  তন্দ্রা চক্রবর্তিসহ অনেকেই জানান, অনুষ্ঠানে এসে তাদের খুবই ভালো লাগছে। অপরুপ সাজে বৃন্দাবন সাজানো হয়েছে।  গত ২ বছর করোনার কারনে ঘরে বন্দী থাকার পর এমন  উৎসবে তারা বেশ আনন্দিত।


মন্দির কমিটির সভাপতি অবিনাশ নন্দী বলেন, এটি ২০০ বছরের  ঐতিহ্যবাহী একটি মন্দির। প্রতি বছরই এখানে উৎসব হয়ে আসছে, এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এ বছর ৫৪ তম অনুষ্ঠান হচ্ছে। দূর-দূরান্ত থেকে ভক্তরা আসছেন। তাদের জন্য প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে।
এর আগে  ১ লা বৈশাখ থেকে  মঙ্গল স্নান ও শ্রীমদ্ভাগবত পাঠের আয়োজন ছিলো।





আরও...