অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিন থানা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৫৭

remove_red_eye

৪৪৯

 ভোলা বোরহানউদ্দিন থানা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার থানা কম্পাউন্ডে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ মো. শাহীন ফকির এর সভাপতিত্বে এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। ইফতার মাহফিলে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহি অফিসার মো. সাইফুর রহমান, ভাইস চেয়ারম্যান আলহাজ¦ রাসেল আহমেদ মিয়া, বিআরডিবি চেয়ারম্যান আলহাজ¦ জসিম উদ্দিন প্রমূখ সহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা, আলেম সমাজ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, পৌর কাউন্সিলর বৃন্দ, সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন রাজনীতিক ব্যক্তিবর্গ। ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন বাটামারা পীর সাহেব মাওলানা মহিবুল্ল্যাহ।