অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরা থানা পুলিশের দোয়া ও ইফতার মাহফিল


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৪৯

remove_red_eye

৩৫৩

 ভোলার মনপুরায় রাজনৈতিক ব্যাক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সম্মানে থানা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।মঙ্গলবার মনপুরা থানা পুলিশের হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই ইফতার মাহফিলে দোয়া পরিচালানা করেন হাফেজ মাও. শিহাব উদ্দিন।

ইফতার মাহফিল অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা ও আ’লীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ নাইম হাসনাত, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাবেক সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও দৈনকি যুগান্তর প্রতিনিধি আবদুল্লাহ জুয়েল, সাংবাদিক মামুন ও শহীদ সহ অন্যান্যরা।