অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ভোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৪৫

remove_red_eye

৪১৭

 বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে ভোলা সদর উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আসিফ আলতাফের তত্ত্বাবধানে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আসিফ আলতাফের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত শেষে নেতাকর্মীরা ইফতারে মিলিত হয়।





আরও...