অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে কৃষকের মাঝে সারসহ কম্বাইন হারভেষ্টার মেশিন বিতরণ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২২ ভোর ০৫:০৪

remove_red_eye

৩১০

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল বলেছেন,খালেদা জিয়া সারের জন্য কৃষকদের গুলি করে হত্যা করেছিলেন। উল্টোদিকে বর্তমান সরকার কৃষকের ঘরে ঘরে ভর্তূকি দিয়ে পানির দরে সার পৌঁছে দিচ্ছে। সার চাইলে কৃষককে এখন আর মরতে হয় না, সময়মতো সার তাদের দোরগোড়ায় চলে যায়।


এমপি মঙ্গলবার সকাল ১১ টায় ভোলার বোরহানউদ্দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার,বীজ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি সরকারের আমলে ১৯৯৫ সালে সার, তেল, কীটনাশক ও কৃষিপণ্যের দাবিতে আন্দোলন করা ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ১৫ মার্চকে 'কৃষক হত্যা দিবস' হিসেবে ঘোষণা করে।


তিনি আরো বলেন, বিএনপি‘র হাতে ক্ষমতা গেলে দেশ ধ্বংস হয়ে যাবে। তাঁদের নানামুখী ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) মো. ওমর ফারুক প্রমুখ।


ওইদিন উপজেলার ১ হাজার ৬৫০ জন কৃষকের মাঝে মাথাপিছু ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ৫ কেজি ধানবীজ বিতরণ করা হয়। এছাড়া ভর্তূকি মূল্যে ১০ টি কম্বাইন হারভেষ্টার মেশিন, ১০ টি সিডার মেশিন, ৭ টি পাওয়ার থ্রেচার, ৩ টি পাওয়ার স্প্রে ও ২ টি ড্রায়ার মেশিন বিতরণ করা হয়।