অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


তজুমদ্দিন থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৪১

remove_red_eye

৩৬০

তজুমদ্দিনে বিভিন্ন পেশাজীবি সংগঠন, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে থানা পুলিশের ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার থানার মিলনায়তনে অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হকের সভাপতিত্বে এ ইফাতার অনুষ্ঠিত হয়েছে। এসময় দেশ মাতৃকার জন্য দোয়া পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম আব্দুর রহিম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক শহীদুল্যাহ কিরন, চাচড়া চেয়ারম্যান আবু তাহের মিয়া, মলংচড়া ইউপি চেয়ারম্যান নুর নবী সিকদার বাবুল, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান মিশু হাং, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া,

উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শীলা, ইউসিসি লিঃ সভাপতি আমিন মহাজন, শম্ভুপুর আওয়ামী লীগ নেতা প্রভাষক সাঈদুজ্জামান, কামাল উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী, সম্পাদক এম নুরুন্নবী, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম নয়ন, সম্পাদক সাদির হোসেন রাহিম, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জামাল উদ্দিন জাবু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইস্তিয়াক হাসান, কৃষকলীগের সভাপতি মিরাজ উদ্দিন সিরাজ, মৎসজীবী লীগের সভাপতি সিরাজ মেম্বার প্রমূখ।