অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


প্রাণহানির ঝুঁকি কমাতে জেলেদের মাঝে জীবনরক্ষাকারী সামগ্রী বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৩৭

remove_red_eye

৩৮৪

 ভোলায় দূর্যোগপূর্ণ আবহাওয়ার সময় জেলেদের প্রাণহানির ঝুঁকি কমাতে জীবনরক্ষাকারী সামগ্রী বিতরণ করা হয়েছে। লজিক প্রকল্পের সহযোগীতায় সোমবার দুপুরে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রায় ২ হাজার জেলেকে লাইফ জ্যাকেট ও  বয়া বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোলা স্থানীয় সরকারের উপ-পরিচালক রাজিব আহমেদ ।


রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল হক মিঠু চৌধুরীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, লজিক প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট চেঞ্জ কোঅর্ডিনেটর নুরুল মোমেন সিদ্দকী রায়হান, ডিস্ট্রিক্ট ক্লাইমেট ফাইন্যান্স কোঅর্ডিনেটর হেলাল উদ্দিনসহ প্রমূখ।  


এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেলেরা নদীতে মাছ শিকারের সময় প্রাণহানির ঝূঁকি থাকে। তবে লাইফ জ্যাকেট ও বয়া থাকলে তাদের প্রাণহানি ঝুঁকি কমে যায়। তাই জেলেদের জীবনরক্ষাকারী এ উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।








আরও...