অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের মুত্যু বার্ষিকীতে দোয়া ও ইফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২২ ভোর ০৪:২৭

remove_red_eye

৪৫৪

 বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের ৫১তম মৃত্যু বার্ষিকী সোমবার দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পালিত হয়েছে। ভোলার বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল কলেজ ও জাদুঘরের  আয়োজনে বিকালে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ তৌহিদুল ইসলাম,  বীর শ্রেষ্ঠের ছোট ভাই মোস্তাফিজুর রহমান , আলী নগর ইউপির চেয়ারম্যান মোঃ বশির আহম্মদ,  ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ সেলিম জমাদার, বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম উদ্দিনসহ এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। 

  আলোচনা সভায় বীর শ্রেষ্ঠের অবদানের কথা তুলে ধরেন বক্তারা। ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলার দৌলতখানের পশ্চিম হাজীপুর গ্রামে মোস্তফা কামাল জন্ম গ্রহন করেন। ১৯৬৭ সালে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল পাকিস্তানি সেনাবাহিনীতে যোগদান করেন।  বীর সন্তান সিপাহী মোস্তফা কামাল সেনা বাহিনীতে থাকা অবস্থায় দেশের টানে মহান মুক্তিযুদ্ধে পাক সেনাদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধে অংশ নিয়ে নিজের সহযোদ্ধাদের জীবন রক্ষার জন্য নিজের জীবন বিলিয়ে দেন এই দিনে । বি-বাড়িয়ার আখাউড়ার দুরুন বাজার এলাকায়। সেখানেও বীর শ্রেষ্টের স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় প্রশাসন। জাদুঘর ও লাইব্রেরির মিলনায়তনে দোয়া অনুষ্ঠান শেষে ইফতারে অংশ নেন উপস্থিত সকলে।












আরও...