অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ভেজাল দুধ খালে নিক্ষেপ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২২ ভোর ০৪:২৬

remove_red_eye

৪০৪

ভোলায় গরুর দুধে ভেজাল ও মহিষের দুধের সঙ্গে গরুর দুধ মেশানোর অভিযোগে সোমবার দুপুরে ৭ বিক্রেতার ড্রাম ভর্তি  দুধ খালে নিক্ষেপ করা হয়েছে।  শহরের খালপাড় সড়কে দুধ বিক্রির এলাকায় বিক্রেতাদের দুধ পরীক্ষা করলে ভেজাল পাওয়া যায় বলে জানান পৌর পরিদর্শক মোঃ ফারুক।  ইয়ামিনের দোকান, ইলিয়াস ঘোষ.  ইসলাম ঘোষ, ইসমাইল  ঘোষ, বেলায়েত ঘোষ, মামুনসহ ৭ জনের দুধে ভেজাল চিহ্নিত হয় । এ সময় ৭ ড্রাম দুধ  খালে ফেলা হয়।  


পরিদর্শক ফারুক জানান, অভিযুক্তদের  কালো তালিকা ভুক্ত করা হয়েছে। এদের ট্রেড লাইসেন্স বাতিলের প্রস্তাব করা হয়। জেলার ব্রান্ডিং তালিকায় রয়েছে মহিষের দধি। জেলার চাহিদা পূরণ করে ওই কাচা টক দধি দেশের বিভিন্ন প্রান্তে নেয়া হচ্ছে। এক শ্রেনির অসাধু ব্যবসায়ীর কারনে মহিষের দুধে ভেজাল মেশানোর কারনে দধির সুনাম নষ্ট হচ্ছে বলে জেলা উন্নয়ন সভায় বিষয়টি তুলে ধরা হয়। গরুর দুধ  বিক্রি করা হয় ৬০ টাকা লিটার দরে। অপর দিকে মহিষের দুধ বিক্রি হয় ১০০ টাকা দরে।

দৌলতখান উপজেলার সদর বাজারেও এমন অভিযোগ রয়েছে। জেলা বিপনন ( মার্কেটিং ) কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজিত কুমার হাওলাদার।





আরও...