অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ইলিশায় জমির বিরোধ নিয়ে বসতবাড়ির রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২২ রাত ১২:৩৬

remove_red_eye

৪২৪

মোঃ ইসমাইল II  ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামের মাতব্বর বাড়ির সিদ্দিক (৮২) এর বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া অভিযোগ উঠেছে আলাউদ্দিন গংদের বিরুদ্ধে। বসতবাড়ি চলাচলের রাস্তাটি বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়ে মানবেতর জীবনযাপন করছে সিদ্দিকের পরিবার। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় আলোচনা- সমালোচনার ঝড় বইছে। উদ্দেশ্যমূলক ভাবে বসতবাড়ির রাস্তা বন্ধ করাকে অমানবিক বলছেন স্থানীয় বাসিন্দারা।

সিদ্দিক বলেন, আমার বাবা-মার ওয়ারিশ সূত্রে এই জমির মালিক আমি আমার জমিন দিতেছেনা সাদেকের ছেলে আলাউদ্দিন, মেয়ে সুফিয়া। আমার জমিন জোর দখলে খায়। আবার আমাদের বাড়ি থেকে বের হওয়া দরজায় কাটা জাল দিয়ে বেড়া দিয়ে দিছে এই বেড়ার কারনে আমরা বাড়ি থেকে বের হওয়া যায়না।

সিদ্দিকের পূত্র বধু নারগিস বেগম বলেন, আমার দাদা শশুরের থেকে ওয়ারিয়র্স সূত্র পাওয়া এই জমি।  আমাদের চলাচলের রাস্তায়ে কাটা দিয়ে বেড়া দিছে সাদেক মিঝির ছেলে আলাউদ্দিন। আমরা বাধা দিতে গেলে আমাদের কে মারধর করেন আলাউদ্দিন, মৃত মোতালেব এর ছেলে হাসান ও মান্নান। আমরা বাড়িতে থেকে বের হতে পারি না এই বেরার কারণে। এখন আমরা এর উপযুক্ত বিচার চাই এবং স্থায়ী সমাধান চাই।
স্থানীয় বাসিন্দা সুরমা বেগম বলেন, সিদ্দিকেগো  দরজায় আলাউদ্দিনেরা কাটা দিয়ে বেরা দিছে। এই দরজা লইয়া দুই গ্রুপে প্রতিদিন ঝগড়া করে। আসলেই এই ঘটনার সুষ্ঠু সমাধান হওয়া দরকার।
ঘটনার অভিযুক্ত আলাউদ্দিনের বাসায় গেলে তাকে না পাওয়ায় তার সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেস্টা করলেও তাকে ফোনে পাওয়া যায় নাই।

এই বিষয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শেখ ফরিদ বলেন, আমাদের কাছে কেউ এ ধরনের অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে অবশ্যই যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করবো





আরও...