অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলার দারোগারখালে মাছের পোনা ও কুচিয়া অবমুক্তকরন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে জুলাই ২০১৯ রাত ১০:৩৯

remove_red_eye

৪৪৯


বাংলার কণ্ঠ প্রতিবেদক ।। ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের উন্মুক্ত জলাশয় দারোগার খালে মাছের পোনা ও কুচিয়া অবমুক্ত করা হয়েছে। এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয় হাওলাদার বাজারে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের মৎস্য ও প্রানী সম্পদ ইউনিটের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ অনুষ্টানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য বিজ উৎপাদন খামারের ব্যাবস্থাপক এ এইচ এম জাকির হোসেন, আরো বক্তব্য রাখেন জিজেইউএস এর অতিরিক্ত পরিচালক আজাদ হোসেন, সহকারী পরিচালক আনিসুর রহমান টিপু, টেকনিক্যাল অফিসার (মৎস্য) মোঃ আবু হানিফ ও মনিরুজাজামান বিপু। অনুষ্টান শেষে দারোগারখালে একমন কার্ব জাতীয় মাছের পোনা ও বিশ কেজী কুচিয়া অবমুক্ত করা হয়।
জেএসবি/২৪ জুলাই