অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় বিলুপ্ত প্রজাতির বনবিড়াল উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২২ রাত ১২:০৬

remove_red_eye

৩৪৫

অচিন্ত্য মজুমদার II ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন থেকে  একটি বিপন্ন  প্রজাতির বনবিড়াল উদ্ধার করা হয়েছে। । আজ শনিবার দুপুরে সদর উপজেলার খেয়া ঘাট ব্রিজ সংলগ্ন এলাকার "রেন্টাল পাওয়ার প্লান্ট" থেকে বনবিড়ালটি বিভাগের কর্মীরা উদ্ধার করেন।
 ভোলা বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, ভোলার ৩৪.৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার প্লান্টে কর্মরত সদস্যরা বনবিড়ালটি মেশিন রুমে দেখতে পায়। এ সময় সবাই মিলে বিড়ালটি আটক করে বন বিভাগের খবর দেয়। পরে বিকালে বন বিভাগের কর্মীরা বনবিড়ালটিকে উদ্ধার করে সদর উপজেলার বাঘমারা এলাকার গহীন অরণ্যে অবমুক্ত করে। তবে বিপন্ন প্রজাতির এ বনবিড়ালটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল বলে জানান তিনি।





আরও...