বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২২ রাত ১০:৫০
২৭
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের বর্তমান সরকার তার ফ্যাসিবাদী আচরণের কারণে এখন গণতন্ত্রের আশেপাশে নেই। তাদের আচরণে গণতন্ত্রের লেশমাত্র নেই।’
শনিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা আগে থেকেই বলে আসছি, বাংলাদেশে যেসব ঘটছে ঘটছে, সেগুলোর ওপর আন্তর্জাতিক গণতান্ত্রিক বিশ্ব অনেক আগে থেকে কাজ করছে। প্রত্যেক বছর যুক্তরাষ্ট্র মানধিকার রিপোর্ট বের করে। প্রত্যেকটা দেশের ওপরই তারা রিপোর্ট করে।’
যুক্তরাষ্ট্রের এই মানবাধিকার প্রতিবেদনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে কি না? এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন হবে কি না, সেটা তো নির্ভর করবে নির্বাচনের পরিবেশ তৈরি হবে কি হবে না, তার ওপর।’
গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেসব সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে তুলে ধরেন মহাসচিব।
তিনি জানান, গত ১২ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত ‘২০২১ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস’ শীর্ষক রিপোর্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, আইনশৃঙ্খরা বাহিনীর ভূমিকা, বিচার ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ সম্পর্কে যে বিশদ বিবরণ দেওয়া হয়েছে, সে সম্পর্কে স্থায়ী কমিটি সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ‘বিচারবহির্ভূত এবং আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে হত্যাকাণ্ড, প্রতিবাদকারী ব্যক্তিদের পিতা-মাতা, ভাই-বোনদের গ্রেপ্তার, বিচার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া ও কারাগারে প্রেরণকে রাজনৈতিকভাবে প্রভাবিত বলে যুক্তরাষ্ট্রের রিপোর্টে উল্লেখ করায় প্রকৃত সত্য উদঘাটিত হয়েছে বলে স্থায়ী কমিটি মনে করে।’
সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণায় করোনা মোকাবিলায় প্রতিবেশী দেশগুলোর চেয়ে বেশি দামে টিকা কেনা ও অর্থ ব্যয়ে অস্বচ্ছতার কারণে ২৩ হাজার কোটি টাকার অনিয়মের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির উদ্বেগের কথা জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের সীমাহীন দুর্নীতির কারণে রাষ্ট্রের মারাত্মক ক্ষতি করা হচ্ছে। অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের দুর্নীতির বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে স্থায়ী কমিটির সভায়।’
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন "আবদুল বারী"
‘জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হবে’
বলিউডে পা রাখছেন আরও দুই স্টার কিড
‘মোস্তাফিজ বলতে পারে সে টেস্টের জন্য ফিট না’
বিএনপি সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়: কাদের
সোনার দামে রেকর্ড, প্রতি ভরি ৮২ হাজার ৪৬৪ টাকা
এক মাস পর করোনায় একজনের মৃত্যু
ভোলার চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনের স্মরণ সভা অনুষ্ঠিত
চরফ্যাসনে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
ভোলার শিবপুরে ওপেন হাউস ডে
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
ভোলায় উপজেলা চেয়ারম্যানসহ আরো ১০ জন করোনা আক্রান্ত
ভোলায় বাল্যবিয়ে কথা বলে চাঁদাদাবী : আটক হলো ২ কথিত সাংবাদিক
ভোলায় হাসপাতালের টেকনিশিয়ানসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত