অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে মাদ্রাসায় অর্নাস চালু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে জুলাই ২০১৯ রাত ১০:৪৪

remove_red_eye

৯৮২


আমিনুল ইসলাম, চরফ্যাশন ।। ভোলার চরফ্যাশনে দুই কামিল মাদ্রাসায় অর্নাস চালুর করা হয়েছে। চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদ্রাসা ও করিমজান মহিলা কামিল (এম.এ) মাদ্রাসায় আল হাদিস এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিষয়ে ফাজিল অনার্স কোর্স চালু করায় স্ব স্ব মাদ্রাসা ক্যাম্পাসে আনন্দ মিছিল বেড় করে ছাত্র-ছাত্রীরা। ফলে উপকূল এলাকায় উচ্চতর ধর্মীয় শিক্ষার দ্বার খুলেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব’র প্রচেষ্টায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় এই বৎসর চরফ্যাশনে কারামাতিয়া কামিল ও করিমজান মহিলা কামিল মাদ্রসায় অনার্স কোর্স চালু হয়। চরফ্যাশনে ৩টি কলেজ সহ আরো দুই মাদ্রাসায় অনার্স কোর্স চালু হয়।
জেএসবি/২৪ জুলাই