অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা প্রেসক্লাবে বৈশাখী আড্ডায় কবি সাহিত্যিক সাংবাদিক ও শিল্পীদের প্রাণের ছোঁয়া


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২২ রাত ১০:২৪

remove_red_eye

৩৫১

 ভোলা প্রেসক্লাবে শুক্রবার সন্ধ্যায় কবি , সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হলো বৈশাখী আড্ডা । শুরুতে শুভেচ্ছা জানান প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান । এতে অংশ নেন প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কবি কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি কবি মনিকা চক্রবর্তী , ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি  ও সাবেক অধ্যক্ষ এম.  ফারুকুর রহমান , পূর্বাপর পত্রিকার সম্পাদক কবি হাসান মাহমুদ, এ রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশান্ত মন্ডল,  প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, ভোলা থিয়েটারের সভাপতি সাংবাদিক নাসির লিটন, আবৃত্তি ও নাট্য শিল্পী অতনু করাঞ্জাই,  কবি সুবর্ণা চৌধুরী , কবি হাওলাদার মাকসুদ , ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা। এছাড়াও সুরেরধারার পরিচালক উত্তম ঘোষ,  কলেজ শিক্ষক শিল্পী রেহানা ফেরদৌস, আবৃত্তি শিল্পী প্রভাষক খাদিজা আক্তার স্বপ্না, কলেজ শিক্ষক কামরুজ্জামান হিরণ, সহকারী শিক্ষক সরমিন জাহান, প্রেসক্লাব ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম,  শিল্পী সীমা ঘোষ,  ব্যবসায়ী মাহাবুর মোর্শেদ বাবুল, সাংবাদিক আদিল হোসেন তপু, জাদুকর বিকাশ সাহা, ব্যবসায়ী মনজুর আহমেদ মনজু, সাংবাদিক জুয়েল সাহা, মলয় সাহা , ব্যবসায়ী কমল বৈদ্যসহ অনেকে। অধ্যক্ষ ফারুকুর রহমান রবীন্দ্র নাথের একটি কবিতা ও সিরাজ উদ্দৌলার চরিত্র সংলাপ আবৃত্তি করেন। এ সময় গান কবিতা, কথা এমন আডাডা চলে ।





আরও...