অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে বিপুল পরিমান জাটকা ইলিশ জব্দ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০২২ ভোর ০৫:২৭

remove_red_eye

৩৩৩

ভোলার দৌলতখানে  বুধবার দুপুরে অভিযান চালিয়ে সুবেদার মোড় এলাকায় রিপন মৃধার মাছঘাট থেকে বিপুল পরিমান ইলিশ পোনা জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন পুলিশের সহায়তা নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় মশারী জালসহ মাছধরার একটি ট্রলার জব্দ করা হলেও ট্রলার ও মাছের মালিক মিজান মেম্বার ও নীরব পালিয়ে যান। জব্দকৃত ইলিশের পোনাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের উপস্থিতিতে দুস্থ ও এতিমদের মাঝে বিতরণ করা হয়। পরে নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ধ্বংশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন জানান, বিপুল পরিমান ইলিশ পোনা ও মশারী জাল সহ মাছধরার একটি ট্রলার জব্দ করা হয়েছে। এসময় মাছের মালিক মিজান মেম্বার ও নীরব পালিয়ে যান। তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য,অসাধু একাধিক চক্র দৌলতখান মেঘনায় নিষিদ্ধ মশারী জাল, বেড়জাল, খড়চী জাল ও বেহন্দি জাল পেতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করছে। আহরিত এসব মাছ গ্রাম গঞ্জের হাটবাজারে ও বাড়ি বাড়ি গিয়ে প্রকাশ্যে বিক্রি করছে।