অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার রাজাপুরে দু'গ্রুপেরসংঘর্ষে দুই জন গুলিবিদ্ধ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০২২ ভোর ০৫:২৫

remove_red_eye

৩৭৭

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার ও জমির বিরাধকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই জন গুলিবিদ্ধসহ অনন্ত ৫ জন আহত হয়েছে। বুধবার দুপুরে রাজাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শ্যামপুর গ্রামের ফকির গ্রুপ ও হেলাল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এ এঘটনায় জড়িত ৪ যুবককে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, প্রভাব বিস্তার ও মামলাসহ পূবের বিরোধকে কেন্দ্র করে হেলাল মেম্বার গ্রæপের লোকজন ফকির গ্রæপের লোকজন  বুধবার  সকালে ক্লোজার বাজারে দুই গ্রæপ মুখোমুখি হয়। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি , সংঘষে লিপ্ত হয়। এ সময় গুলিতে ফকির গ্রুপেরকবির মঞ্জু ও নুরনবী গুলিবিদ্ধ হয়। এছাড়া আনোয়ার গাজী (৩৮) ও ছাত্তার বেপারী (৪০) সহ গুরুতর আহত অবস্থায় ৪ জন ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনা স্থলে র‌্যাব টহল দেয়।  ওই এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় ফকির গ্রæপ সাংবাদিকদের কাছে হেলাল গ্রæপ গুলিবষনসহ হামলা চালিয়েছে বলে দায়ী করে। তবে হেলাল মেম্বার অভিযোগ অস্বীকার করে জানান, জমির বিরোধ নিয়ে দেওয়ান গ্রুপ এই হামলা চালিয়েছে। তিনি বা তার কেউ জড়িত নন বলে দাবী করেন। ঘটনা সময় তিনি ভোলা সদরে ছিলেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন সাংবাদিকদের জানান,
এ ঘটনায় জড়িত থাকার অপরাধে মিন্টু ও আলী হোসেনসহ মোট ৪ জনকে গ্রেফতার  করা হয়েছে । এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হেলাল গ্রæপ ও ফকির গ্রুপের সমর্থকদের মধ্যে হামলা সংঘষের ঘটনা ঘটে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। থানায় মামলা পযন্ত হয়েছে।





আরও...