বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০২২ ভোর ০৫:২৩
৩৩৪
বাংলাদেশ স্কাউট এর ভোলা জেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল-২০২২ইং উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) ১১টায় জেলা প্রশাসন কার্যালয়ে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। একটি সেচ্ছাসেবী মডেল সংগঠন বাস্তবায়নের লক্ষ্যে ভোলা জেলা স্কাউটের হাল ধরলেন অধ্যক্ষ শাফিয়া খাতুন। বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত কাউন্সিলে ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন সম্পাদক নির্বাচিত হন। এদিকে, কাচিয়া শাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আমির হোসেন কমিশনার মনোনিত হয়েছেন।
কাউন্সিলে অন্যান্য নির্বাচিতরা হলেন, কোষাধ্যক্ষ শান্তির হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফায়েল আহমেদ, ১নং সহসভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন আল ফারুক, ২নং সহসভাপতি সাবেক সম্পাদক জাকির হোসেন তালুকদার, ৩নং সহসভাপতি টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, ৪নং সহসভাপতি বাংলাস্কুলের প্রধান শিক্ষক মেহেদী হাসান, ৫নং সহসভাপতি চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানভীর আহম্মদ, জেলা স্কাউট লিডার প্রভাষক মোঃ মনিরুল ইসলাম এবং জেলা কাব লিডার মোঃ ছিদ্দিক, সহকারী সম্পাদক ইকবাল শাহিন।
ত্রৈ-বার্ষিক কাউন্সিলে সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, স্কাউট সম্পাদক, স্কাউট কমিশনার, স্কাউট লিডার, কাব লিডার এবং নির্বাহী কর্মকর্তা মনোনিত দুইজন ডেলিগেটের সমন্বয়ে ৫৯জন কাউন্সিলদের অংশগ্রহণের মধ্যদিয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলরা স্বতঃস্ফূর্তভাবে কাউন্সিলে অংশগ্রহণ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন। কাউন্সিলে অংশগ্রহণকারী সকল ডেলিগেটদেরকে ফুল দিয়ে বরণ করেন নেন জেলা স্কাউট দলের সদস্যরা।
ত্রৈ-বার্ষিক কাউন্সিল পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মামুন আল ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। এছাড়াও জেলা শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস, জেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী, আমিনুল আকরাম এএলটি, নাহিদ মোর্শেদা মিশু এএলটি কাউন্সিলে উপস্থিত ছিলেন।
নির্বাচিতরা জেলা প্রশাসক ও জেলা স্কাউট সভাপতি মোঃ তৌফিক-ই-এলাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।বাংলাদেশ স্কাউট, ভোলা জেলার নবনির্বাচিত সম্পাদক অধ্যক্ষ সাফিয়া খাতুন বলেন, এই বিজয় শুধু আমার নয় এটি সকল কাউন্সিলগণের বিজয়। তারা আমাকে যোগ্য মনে করে জেলা স্কাউটের সম্পাদক নির্বাচিত করেছেন। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবান জানাই।
আমার উপর তারা যে দায়িত্ব অর্পন করেছেন আমি তা সকল স্কাউটারদেরকে নিয়ে ভোলা জেলা স্কাউটকে গতিশীল করার জন্য কাজ করে যাবো। আমি চেষ্টা করবো এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সকলকে নিয়ে পালন করতে। ভোলা জেলা স্কাউটকে দেশের মধ্যে একটি রোল মডেলে পরিণত করার চেষ্টা করবো। তবে এ জন্য সকল স্কাউটারগণসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন।
বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান
আগামীর বাংলাদেশ হবে ‘রেইনবো নেশন’: আমীর খসরু
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.১৮ বিলিয়ন ডলারে
বাংলাদেশে তুষারপাত হয় না কেন? ভবিষ্যতে কি বরফে ঢাকবে দেশ
বাছাইয়ের প্রথম দিন বিএনপি-জামায়াতসহ যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা নিয়ে কড়াকড়ি ইসির
ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জেলে আটক
ভোলা-২ আসনে সংসদ নির্বাচনের যাচাই বাছাইয়ে সতন্ত্র দুই প্রার্থী মনোনয়ন বাতিল, বৈধ -৭
ভোলায় বেড়েছে শীতের প্রকোপ মৃদু শৈত প্রবাহে জনজীবন বিপর্যস্ত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক