অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে ছেলেধরা সন্দেহে বাকপ্রতিবন্ধী যুবক আটক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে জুলাই ২০১৯ রাত ০৯:০১

remove_red_eye

৬১২

লালমোহন প্রতিনিধি ।। ভোলায় ছেলেধরা সন্দেহে এক বাকপ্রতিবন্ধী যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। বুধবার রাত ১১টার দিকে লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মাদরাসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ওই যুবক রাস্তায় ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাকে ছেলে ধরা সন্দেহ আটক করে পুলিশে খবর দেয়।
তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি তিনি বাকপ্রতিবন্ধী। নিজের নাম-পরিচয় বলতে পারেন না। আমরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছি। এছাড়া ওই ব্যক্তির নাম ও ঠিকানা কারো জানা থাকলে ০১৭১৩৩৭৪৩০৪ নম্বরে কল দিয়ে তাকে পরিবারের কাছে ফেরত পাঠাতে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন ওসি মীর খায়রুল কবির।

জেএসবি/২৫ জুলাই