অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


মনপুরায় গলাকাটা গুজবের বিষয়ে স্কুল ও মাদ্রাসায় পুলিশের সচেতনতামূলক সভা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে জুলাই ২০১৯ রাত ০৯:০৩

remove_red_eye

৪৬৫

মনপুরা প্রতিনিধি ।। ভোলার মনপুরায় পুলিশের পক্ষ থেকে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কল্লা কাটা ও ছেলে ধরা গুজব সর্ম্পকে সচেতনতা বৃদ্ধিতে সভা করা হয়। এছাড়াও গত দুই দিন স্থানীয় উপকূলীয় জনসাধরনকে সচেতনতা করতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করানো হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বদিউজ্জামান মাদ্রাসা, সাকুচিয়া মহিলা মাদ্রাসা ও উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সভা করেন ওসি ফোরকান আলী।

মনপুরা থানার ওসি ফোরকান আলী জানান, ছেলে ধরা ও কল্লা কাটা গুজব থেকে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের সচেতনতা করতে প্রত্যেকদিন পালা করে স্কুল-মাদ্রাসা, কলেজ ও হাট-বাজার, পাড়া-মহল্লায় পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির জন্য সভা করা হবে। এছাড়াও পুলিশের পক্ষ থেকে মাইকিং চলছে।

জেএসবি/২৫ জুলাই