অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ছাত্রলীগের আয়োজনে দরিদ্র্যদের মাঝে ইফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২২ ভোর ০৪:২৪

remove_red_eye

৩৩৩

 ভোলায় জেলা ছাত্র লীগের আয়োজনে সোমবার বিকালে দরিদ্র্যদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শহরের কালীবাড়ি মোড় থেকে এ বিতরণ কার্যক্রম শুরু হয়। রোজদার মানুষ ইফতারের প্যাকেট পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এ কার্যক্রমে অংশ নেন জেলা ছাত্র লীগ সভাপতি মোঃ রাইয়ান আহমেদ,  সহসভাপতি জাকারিয়া হোসেন অমি, সহসভাপতি মোঃ ফাহিম, উপজেলা কমিটির সভাপতি নেওয়াজ শরিফ কুতুব, সদর উপজেলা ছাত্রলীগের সম্পাদক সালমান গোলদার, সহসভাপতি সাাইফুল্লা আরিফ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয়দেব চন্দ্রসহ অর্ধ শতাধক ছাত্রলীগ নেতা। প্রথম দিন কালীবাড়ি চত্বরে অবস্থান নিয়ে ভাসমান রিকসা চালক , দরিদ্র পথচারি, শ্রমিকদের মধ্যে ইফতার বিতরণ শেষে জেলা ছাত্রলীগ সভাপতি জানান, ঈদের আগ পর্যন্ত প্রতিদিন বিভিন্ন এলাকায় গিয়ে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।





আরও...