অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে ছেলে ধরা গুজব ঠেকাতে আলোচনা সভা ও লিফলেট বিতরণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে জুলাই ২০১৯ রাত ০৯:০৬

remove_red_eye

৪৭৪


লালমোহন প্রতিনিধি ।। ছেলে ধরা একটি গুজব। নিজে এই গুজব থেকে দুরে থাকুন সমাজের প্রত্যেককে দুরে রাখুন। এ আহŸান রেখে লালমোহনে ছেলে ধরা গুজব ঠেকাতে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুর রহমান খন্দকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, ওসি মীর খায়রুল কবীরসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরে লালমোহন পৌর শহরের বিভিন্ন স্থানে ছেলে ধরা গুজব রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি নিজেই লিপলেট প্রকাশ করেন। লিপলেটে তিনি উল্লেখ করেন, পদ্মা সেতু নির্মাণ কাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে বলে একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলে ধরা সংক্রান্ত গুজব অপপ্রচার চালাচ্ছে। স¤প্রতি এ গুজবকে কেন্দ্র করে ছেলে ধরা সন্দেহে দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন নিহতের ঘটনা ঘটেছে। এধরণের কর্মকাÐ ফৌজদারি অপরাধ ও শাস্তি যোগ্য। তাই এ ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন গুজব বিশ্বাস না করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়। যদি আপনাদের এলাকায় কোনও সন্দেহ জনক ব্যক্তি, মহিলার অবস্থান দেখা যায় তাহলে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী অথবা স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

জেএসবি/২৫ জুলাই