বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২২ রাত ১১:২৩
৩৬৬
আগামী ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তাখাতে আরও ১০০ উপজেলাকে অন্তর্ভূক্ত করা হচ্ছে। ফলে নতুন করে সামাজিক নিরাপত্তা উপকারভোগীর সংখ্যা আরও ১১ লাখ ব্যক্তি যোগ হচ্ছেন। তবে চলমান কর্মসূচিতে ভাতার পরিমাণ বাড়ানো হবে না।
জানা গেছে, বর্তমানে সামাজিক নিরাপত্তা খাতে ১২৩টি কর্মসূচি রয়েছে। ৩০ মন্ত্রণালয় ও বিভাগ এসব কর্মসূচি বাস্তবায়ন করছে।
সূত্র জানায়, বয়স্ক ভাতা ও স্বামী পরিত্যাক্তা-বিধবা ভাতার আওতা বাড়াতে নতুন করে আরও ১০০ উপজেলাকে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ২৬২টি উপজেলায় উপকারভোগিদের এই ভাতা দেওয়া হচ্ছে। আগামী ২০২২-২০২৩ অর্থবছরে এটি বাড়িয়ে ৩৬২টি জেলা করার প্রস্তাব করা হবে। বর্তমানে দেশে ৬৪ জেলায় ৪৯৫টি উপজেলা রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও সমাজের অবহেলিত বয়স্ক ও বিধবাদের ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে না। সবমিলিয়ে এ খাতে সরকারের ব্যয় বাড়বে ৫০০ কোটি টাকা।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির ২৮তম বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন। মূলত বৈঠকটি আয়োজক ছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এতে অর্থমন্ত্রী ছাড়াও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে সামাজিক নিরাপত্তাখাতে বিভিন্ন ভাতার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে ভাতা বাড়ানোর বিষয়ে অর্থমন্ত্রণালয় থেকে কোনো সায় দেওয়া হয়নি। তবে এর আওতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ১০০টি উপজেলা নতুন করে সামাজিক কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। এই সব উপজেলায় বয়স্ক ও বিধবারা ভাতা পাবেন।
১৯৯৭-১৯৯৮ অর্থবছরে প্রথমবারের মতো মাসে ১০০ টাকা হারে বয়স্ক ভাতা চালু করে সরকার। বয়স্ক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, পরিবার ও সমাজে তাদের মর্যাদা বাড়ানো, আর্থিক অনুদানের মাধ্যমে মনোবল জোরদার এবং চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বাড়াতে এ ভাতা চালু করা হয়। একই কারণে পরের অর্থবছর থেকে বিধবা ভাতা চালু করা হয়।
প্রাথমিকভাবে দেশের সব ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে পাঁচ জন পুরুষ ও পাঁচ জন নারীকে প্রতি মাসে ১০০ টাকা হারে ভাতার আওতায় আনা হয়। পরবর্তীতে দেশের সব পৌরসভা ও সিটি করপোরেশনকে এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়।
গত তিন অর্থবছর ধরে উপকারভোগীরা মাসে ৫০০ টাকা হারে ভাতা পাচ্ছেন। আগামী অর্থবছরে ভাতার পরিমাণ না বাড়লেও চার অর্থবছর ধরে একই হারে টাকা পাবেন বয়স্ক ও বিধবারা। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে বয়স্ক ও বিধবা ভাতা ৬০০ টাকা করার প্রস্তাব করা হয়েছিল।
সূত্র জানায়, চলতি অর্থবছর ৫৭ লাখ উপকারভোগী বয়স্ক ভাতা পান। আগামী অর্থবছর এ সংখ্যা আরও ১১ লাখ বাড়ানো হবে। ফলে এ খাতে মোট উপকারভোগীর সংখ্যা হবে ৬৮ লাখ। উপকারভোগী বেড়ে যাওয়ার কারণে আগামী বাজেটে এ খাতে বরাদ্দ বাড়বে ৫০০ কোটি টাকা। চলতি অর্থবছর বাজেটে বয়স্ক ভাতার জন্য বরাদ্দ রয়েছে ৩ হাজার ৪৪৪ কোটি টাকা। আগামী বাজেটে তা বেড়ে দাঁড়াবে ৩ হাজার ৯৪৪ কোটি টাকা।
২০২০-২০২১ অর্থবছরে দেশের ১১২ উপজেলায় বয়স্ক ভাতা দেওয়া হতো। ২০২১-২০২২ অর্থবছরে সর্বাধিক দরিদ্রপ্রবণ আরও ১৫০ উপজেলায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত নারীকে ভাতার আওতায় আনা হয়। আগামী ২০২২-২০২৩ অর্থবছরে এই ১৫০ উপজেলার সাথে নতুন করে আরও ১০০ উপজেলা যুক্ত হচ্ছে। ফলে দেশের ৩৬২ উপজেলার বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত নারীরা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আসছে।
ভোলা-বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে তেঁতুলিয়া নদী পেরিয়ে ছাত্র যুবকের ঢাকার পথে লংমার্চ
মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা
ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত
মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন
মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার
বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা
ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু