অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলাগামী লঞ্চ থেকে মাঝ নদীতে ঝাপ দিলো তরুণী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২২ রাত ১২:১৫

remove_red_eye

৩৩৩


আকতারুল ইসলাম আকাশ: ভোলা থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফারহান-৩ লঞ্চ থেকে মেঘনা নদীতে ঝাপ দিয়ে আতœহত্যার চেষ্টা করেছেন এক তরুণী।শনিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে ভোলা-বরিশাল সীমানা মধ্যবর্তী কালীগঞ্জ মেঘনা নদীর মাঝপথে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই তরুণীর নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।লঞ্চের কেরানী মো. রানা জানান, শনিবার বিকেলে তজুমদ্দিন লঞ্চঘাট থেকে একা লঞ্চে উঠে ঢাকার উদ্দেশ্যে ওই তরুণী রওনা দেয়। রাত ১০টার দিকে ভোলা-বরিশাল সীমানা মধ্যবর্তী কালীগঞ্জ মেঘনা নদীতে ওই তরুণী ঝাপ দিয়ে আতœহত্যার চেষ্টা করেন।তাৎক্ষণিকভাবে লঞ্চটি ঘুরিয়ে ওই তরুণীকে উদ্ধারের চেষ্টা করা হয়। পরে নদীতে থাকা জেলেরা তরুণীকে উদ্ধার করে লঞ্চে উঠিয়ে দেয়। বর্তমানে ওই তরুণী অসুস্থ হয়ে পড়ায় তাঁর নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।কেরানী রানা আরও জানান, ওই তরুণী মুঠোফোনে কথা বলার একপর্যায়ে হঠাৎ নদীতে ঝাপ দেয়।





আরও...