অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার পাউবো কর্মকর্তা কার্তিক বাবুর ৮ম মৃত্যু বার্ষিকী পালিত


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২২ রাত ০৮:৫১

remove_red_eye

৪২৫

অচিন্ত্য মজুমদার:: ভোলার বিশিষ্টজন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা প্রয়াত কার্তিক চন্দ্র দে’র ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শনিবার তার আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এসময় প্রয়াত কার্তিক চন্দ্র দে’র ছেলে ভূমি সহকারী কর্মকর্তা সঞ্জিব কুমার দে তাঁর বাবার স্বর্গলোক প্রাপ্তির জন্য সকলকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার সবিনয় অনুরোধ জানান। 
 
২০১৪ সালের ২ এপ্রিল তিনি ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ৬৫ বছর বয়সে পরলোক গমন করেন। তার মৃতদেহ বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের পারিবারিক শ্বশানে সৎকাজ করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন রেখে গেছেন। 
 
পারিবারিক সূত্রে জানাগেছে, প্রয়াত কার্তিক চন্দ্র দে ১৯৫০ সালের ১৩ সেপ্টেম্বর ভোলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামে জন্ম গ্রহণ করেন। ছাত্র জীবন শেষ তিনি ১৯৭৬ সালে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর দুই যুগেরও বেশি সময় ভোলা পানি উন্নয়ন বোর্ডের প্রধান করনিক হিসেবে দায়িত্ব পালন করে ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ হিসেবে বেস সুনামের সহিত দিন অতিবাহিত করেন।




আরও...