অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জেপু, সাধারণ সম্পাদক সায়েম


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা এপ্রিল ২০২২ রাত ১২:১৯

remove_red_eye

৬৪৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নরসিংদী জেলার শিক্ষার্থীদের সংগঠন 'নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়'-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মোঃ মাহামুদুল হাসান জেপুকে সভাপতি ও  সাকিবুর রহমান সায়েমকে সাধারণ সম্পাদক করে ২৯ মার্চ এ কমিটি গঠন করা হয়েছে।
 
সংগঠনের প্যাডে সদ্যসাবেক সভাপতি সাইফুল্লা আব্বাছী অনন্ত ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে নতুন নেতৃত্বকে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশনাও দেওয়া হয়েছে।
 
জানা যায়, নতুন সভাপতি মোঃ মাহামুদুল হাসান জেপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুরে। এর আগে তিনি এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 
সাকিবুর রহমান সায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তাঁর বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায়। এর আগে তিনি এই সংগঠনের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 





আরও...