অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বোরহানউদ্দিনে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের নির্মান কাজ উদ্বোধন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে জুলাই ২০১৯ রাত ০৯:৩৯

remove_red_eye

৬৪৮

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে প্রায় ১৪ কোটি টাকা ব্যায়ে ৪ তলা বিশিষ্ট মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম’আর নামাজের পর বোরহানউদ্দিনে কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই নির্মান কাজ উদ্বোধন করেন।
ওই সময় তিনি বলেন, একটি মহল গুজব ছড়িয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তিনি সমবেত সুধি সমাজের প্রতি এ ব্যাপারে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহবান জানান। তিনি আরো বলেন, একটা সময় আওয়ামী লীগ কে নিয়ে প্রগানডা ছড়ানো হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে মসজিদে উলুধ্বনি হবে। যারা এ ধরনের ষড়যন্ত্র করছে আজ তাদের সেই উক্তিকে কবর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায় একটি করে ৫৬০ টি মডেল মসজিদ নির্মানের ঘোষনা দিয়েছেন। তারই অংশ হিসাবে বোরহানউদ্দিন উপজেলায় প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট মডেল মসজিদের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হল।
তিনি আরোও বলেন, একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশ কে নিয়ে নানা রকম মিথ্যাচার করছে। সরকারের উন্নয়ন কে বাধাগ্রস্ত করতে পদ্মা সেতুতে রক্ত মাখা মাথা লাগবে গুজব ছড়িয়ে দেশ কে অশান্ত করার চেষ্টা করছে। কারা এসকল মিথ্যা গুজব ছাড়াচ্ছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহন করবে। এ গুজবে কান না দেয়ার জন্য সচেতনতার লক্ষে কাজ করতে হবে। কাউকে সন্দেহ হলে ৯৯৯ তে কল দিয়ে পুলিশের হাতে তুলি দিবেন। আইন কারোও হাতে তুলে নিবেন না। তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন সময় মারার ষড়যন্ত্র করা হয়েছে। গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। মহান আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন বাংলার মানুষের কল্যাণের জন্য। তিনি দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সোনার বাংলা গড়ার লক্ষে। কোন ষড়যন্ত্রই আ’লীগ সরকারের এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান রাসেল আহমেদ, ভোলা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সরওয়ার হোসেন প্রমুখ। উদ্বোধন শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন ঈদগাহ মসজিদের খতিব মাও. জালালউদ্দিন।