অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ঘাস আনতে গিয়ে জমিওয়ালার দলবদ্ধ হামলায় ক্ষত-বিক্ষত খামারি


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে মার্চ ২০২২ বিকাল ০৫:১২

remove_red_eye

৪৩৪

বোরহানউদ্দিনে লগ্নি নেয়া জমির ঘাস আনতে গিয়ে জমিওয়ালার হামলার  শিকার হয়েছেন আক্কাছ নামের এক খামারি। মঙ্গলবার বিকালে  উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের ধারিয়া গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। আক্কাছ বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার এ ঘটনায় মঙ্গলবার রাতে আক্কাছ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় পাঁচজনকে আসামী করে একটি এজাহার দায়ের করেন।


এজাহার সূত্র, প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে চিকিৎসাধীন আক্কাছ জানান, তিনি বেশ কয়েক বছর সৌদি প্রবাসী ছিলেন। দেশে এসে একটি ছাগলের খামার দেন। ছাগলের ঘাস উৎপাদনের জন্য  মো. গিয়াসউদ্দিনে কাছ থেকে নগদ টাকায় এক বছরের জন্য জমি লগ্নি রাখেন। একবার ঘাস উৎপাদন করে কিছু অংশ তুলে ছাগলকে খাইয়েছেন। মঙ্গলবার আক্কাস ঘাস তুলে বাড়িতে আসার পথে গিয়াসউদ্দিন, তার ছেলে আব্বাস স্ত্রী তৈয়বা, পাশ্ববর্তী মো. ভুলু ও জান্নাত বেগম তাঁর গতিরোধ করে ঘাস নেয়ার কারণ জিজ্ঞেস করে। তখন আক্কাস বলে আগামী জুলাই মাস পর্যন্ত আমি জমি রেখেছি, এখানে সমস্য কোথায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লোহার রড, লাঠিসোঠা নিয়ে আক্কাসকে বেধরক মারধর করে। এতে আক্কাসের মাথা, পীঠ, হাঁটু সহ শরীরের বিভিন্ন অংশ ফেটে যায়। পরে আক্কাসকে উদ্ধার করে স্থানীয়রা বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায়।


হাসপাতালের চিকিৎসারত ডাক্তার মোঃ তারেক জানান, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রেয়েছে। গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম জানান, আক্কাসের অবস্থা খারাপ দেখে তাঁকে চিকিৎসা নিতে হাসপাতালে পাঠিয়েছি । বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির  জানান, লিখিত অভিযোগ পেয়েছি । আইনি প্রক্রিয়া চলছে ।