অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা জিয়া সুপার মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ইয়াছিন মিয়ার ইন্তেকাল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২২ রাত ১১:১৮

remove_red_eye

৫৫৯

এইচ আর সুমন II ভোলা জিয়া সুপার মার্কেটের বিশিষ্ট্য ব্যবসায়ী নুর এন্টার প্রাইজের প্রোপাইটর  মোঃ ইয়াছিন মিয়া আর আমাদের মাঝে নেই। ভোলা পৌর ১নং ওয়ার্ডের আবহাওয়া অফিস রোড ২৪ই মার্চ বৃহস্পতিবার রাত্রে ৯.৩০ মিনিটের সময় তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল(৮৩) বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, ৩ বোন,ও আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
চরনোয়াবাদ হাফিজিয়া মাদ্রাসায় শুক্রবার সকাল ১১টার সময় মরহুমের জানাজা নামাজ সম্পন্ন হয়।  জানাজা নামাজ শেষে চৌহমুনী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করানো হয়। মরহুমের মৃত্যুতে আত্মীয় স্বজনসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে পড়ে।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেন ভোলা জেলা বিএনপির সহ-সভাপতি রাইসুল ইসলাম, ভোলা পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুরুল আলম, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন,অতিরিক্ত সাধারণ সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী, জিয়া সুপার মার্কেট ব্যবসায়ী বৃন্দ ও ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ঝঝঈ ২০০০ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।





আরও...